রাত্রির কোণে বেজে উঠে ঘণ্টা ধ্বনি


মধ্য রাতের তারায় ভেতর  ডুবে যায়
অচেনা বাউলগান
ঠোঁটে তাঁর  সাধনার কথা
হেঁটে যায় দীর্ঘ মেঘের ছায়ায়


ফুরফুরে হাওয়া নেমে পড়ে
জল ও মাটি  ছুঁয়ে যায়
অর্থহীন রাত পারাপার


প্রতিটি ঋতু সেজেগুজে বসে
বিবর্তন চেতনালোকের রাতে।