যে ছেলেটা একটা ভালো স্নেহের আশ্রয় চায়
তার কাছে তুমিই যথেষ্ট
যে ছেলেটা সোজা হয়ে দাঁড়াবার স্বপ্ন দেখছে
তার জন্য তোমার কাছে থাকাটাই যথেষ্ট
আর যে ছেলেটা তোমাকে পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে
সে অন্য কেউ নয়
সে, তোমার স্নেহ মমতায় বেড়ে ওঠা
তোমারই রক্তে গড়া সন্তান..