সেই অভিনয় সন্ধ্যা। স্তাবকদের আয়োজন।
মাঝেমাঝে ফোনে সতর্কতা।। উঁচু তলার মাথা।
চোরের অবিকল ভঙ্গিতে। স্বশাসনে ইমারজেন্সি বেডে শুয়ে।
পাশে মেঝেতে শুয়ে  গ্রাম থেকে আসা লোকটি যন্ত্রণায় কাতরাচ্ছে
তাতে কি?  এখন এখানে প্রভাবশালী যে!
সব ডাক্তার তাঁর।
অসুস্থ নয়,অসুস্থ তবুও...
চারপাশে ঘিরে প্রশাসন আর চাটুকারের দল।
আইন বিক্রি হয় হাসপাতালের চত্বরে
সবাই দেখছে হুবহু মানুষের মতো মানুষ চোর
যাঁরা খ্যাতি পান আমজনতার ভূমিকায় প্রভাবশালী
আমজনতার মৃত্যু হবে।জেল খাটবে।চোর বদনাম পাবে। হাসপাতালের মেঝেতে অসহায় ভাবে শুয়ে থাকবে।
আর  ওঁরা  কত টাকা লুট করেন।কত সম্পত্তি হিসেব নেই।জনতার টাকার গাড়িতে চড়েন।তবু্ও ওঁদের শাস্তি নেই।
এসএসকেএম  আছে সব প্রভাবশালী অসুস্থ হয়ে পড়েন।
বিবেক নেই।বিদ্যা নেই।মনুষ্যত্বহীন ডাক্তারের ঠিকানায়  বহুবিধ ভাবনায় দিন কাটায়।
এই অন্তর্মুখী প্রতিটি ছায়ায় কত ডাকাত
প্লাবনের মতো আসে আর নির্দোষী হয়ে  বাড়ি ফিরে যায়
শুধু আবেগে চেয়ে দেখে জনতা
আবেগে চিৎকার করে ওঠে
এস এস কে এম  দীর্ঘজীবী হও!