শব ভেসে যায় ঠিকানার খোঁজে
জন্ম কোন দেশ তার কোন রাজ্য
সংশয় মনে চায়  যে শুধু  সাহায্য
মৃত্যুর পরেও  আঁতকে ওঠে নিজে।


ভুল কি ছিল কুষ্ঠির সেই বিচার?
কোথায় জন্ম?কোথায় মৃত্যু তার
জীবনের শেষে পেলো না সৎকার
হায়! নদীতে ভেসে খোঁজে ঠিকানার।


বেঁচে থেকে দেখেছে মৃত্যুর সন্ত্রাস
ধর্ম আর রাজনীতি পালতোলে ধরে
অবশেষে মহামারী প্রাণ নিলে কেড়ে
আকাশ - রাজপথেও কেড়ে নিলে শ্বাস।


আজ দেখ ভেসে চলে নদীতেও লাশ
কে বা কারা বিজ্ঞাপন এঁকে দিয়ে যায়
চোখে মুখে মুখোখে খোঁজে ভিন্ন উপায়
ক্ষমতার ধ্বজা ধরে মৃত্যু শাসন ত্রাস।


জীবনের শেষে টুকু পেল না মুখে জল
পরিচয়হীন তবু নদীতে ভেসে খোঁজে পরিচয়
কোন দেশ,কোন রাজ্য  বলো জন্ম তার
প্লুতস্বরে  ভেসে ডেকে যায় শবের দল।