সাবাস! এই তো দিনক্ষণ ঠিক হল
যেমন খুশি পুরষ্কার নেওয়ার
না না— তোমার সৃষ্টিকে স্যালুট করি
তোমার কত কবিতা, ছড়া  পথে - রাজপথে
উন্মুক্ত ও মুক্ত ভাবে ছড়িয়ে
দুয়ারে প্রকাশক তোমার সাথে চুক্তি করে
দেনা-পাওনার গল্প হয়
সহসা দেখি সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে
তোমার  কবিতার বই  বাধ্যতামূলক
সবাই দেখছে, পড়ছে, মুখ চেপে হাসছে
অথচ কারোরই মুখে কথা নেই
ভয়ে কিংবা আনন্দে বই হাতে
যে যার চলে ঘরে
আমি মাঝে মাঝে শুনি —
কবিগুরু কবিতার সাথে তোমার কবিতা
আনন্দে চোখে জল আসে
স্তাবকগোষ্ঠির ভীড়ে তোমাকে খুঁজি
আর পুরষ্কারের শেষে
দু'হাত তুলে বলি— সাবাস!