স্থির হও
পরস্পর বাক্য বিনিময় করো
নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ো না
অযথা উত্তেজিত হওয়া মানে
তুমি অন্যায় কাজে ব্যস্ত
কাছের মানুষও জানে না
তোমার  মানবিক ব্যবহার
ঐ দূর থেকে তোমার দিকে আঙুল তুলবে
তোমার নিয়ন্ত্রণহীন  ভাবনায়

অযথা ধৈর্য হারিয়ো না
তোমার লোভ, লালসা, কামনা ও বাসনা অসীম
তুমি বুদ্ধি নিয়ে বাঁচ
ভবিষ্যৎ ক্ষমাহীন


তোমার  চোখের দিকে কেউ তাকালে
তোমার শরীর ঘেমে যায়
ভেতরের দুর্বলতা  প্রকাশ্যের ভয়ে
পেছনে ফিরে  যাও


নাক থাকলেও নাক নিয়ে ঘোর
অসীম সাহসের কাছে
সাবধান হও
নইলে নাক কাটা যাবে...