অসম্ভব ইচ্ছে অনেক উঁচু থেকে ঝরে পড়ে
সাধারণ মানুষের স্বপ্ন
নদীর স্রোতের সাধ্যের বাইরে
আকাশে ডানামেলা পাখিদের কাছে
ওদের গতির কথা জেনে
উল্লাসে ঠেলে এগিয়ে যায়
আর নিজের শরীরে ঢেউ তোলে
বাকি জীবন অমাত্যদের গা ঘেঁষে
হৃদয়ে বেজে চলে মিথ্যে ছন্দ
এই সব সুর যেন—
সাধারণ মানুষের স্বপ্ন

প্রত্যাশাহীন আশ্বাসগুলো  সাধারণ মানুষের
লম্বা স্বপ্নের দাগ ছাড়া
অলিখিত বিশ্বাস আজও
সাধারণ মানুষের স্বপ্ন মাত্র।