আটপৌরে রাতের গায়ে অক্ষর বিছায়
             আমার সাজানো স্বপ্নেরা
মাঝে মাঝে ঘুম ভেঙে গেলে রাতের বাতাসে
              মিশে যায় সহজ অক্ষরপাত্র
আমি অন্ধকার ব্যালকনিতে দাঁড়িয়ে
বিষণ্ণ সুরে এক মধ্যবিত্তের অক্ষর আঁকি
আর অনন্ত আকাশের ছবি দেখি
আবহমানের আবেগী সংসারে

আমি বিরহী হৃদয়ে ছুঁয়ে যাই
মায়ের এক আঁচল - ভালবাসা
আমার সেই আকুলপ্রায় স্বপ্নেরা
মায়ের স্মৃতিতে  রেখে যায় ঈপ্সিত আকাঙ্খা

আমি সহসা আদরের ছবি আঁকি
সহজ অক্ষরপাত্রে।