গ্রাম-গঞ্জে যা মরে গেছে
দীনতার-ই জল
আজও তাই প্রশ্ন জাগে
নীরব  ফলাফল।


স্মৃতির পাঁজর বেরিয়ে প্রকট
এখনই দেখছি যা
আর সয় না — সয় না আর
বুকের মধ্যে ঘা।


দীর্ঘ এই যে মরুর বাতাস
বুকের ভিতর  জ্বালা
চারদিকে যে লম্বা অনশন
দেখছি যে কত খেলা।


জ্বালাও আগুন তুফান বেগে
সাহস নাও বুকে
মরণবাঁচন আসেই আসুক
মৃত্যুতেই দেব এঁকে।