এসো গল্প বলি— একথা  বলতে কত রাত কেটেছে
সকালে সূর্যের আলোয় বাকি গল্পটুকু  বলে যেতে
সমুদ্রের ঘ্রাণ লেগে থাকতো তোমার  শরীরে
পায়ে পায়ে অচেনা শামুক
বালিতে থাকা শখের ঘরে
তুমি  অতীত সময় পরিহার করে
হাঁটাজলে সাঁতার দিলে
অথচ  তোমার জন্য বসে থাকতে থাকতে
আমার হৃদয়ের ভাঁজ ভেঙে যায়
আর
রাতের দহন পড়ে থাকে
শুধু তোমার  হাতে এখন। সময় ভীষণ কম।