এতো অন্ধকারময় পৃথিবীর  আকাশ
দিন-রাত একাকার
আকাশে  তারাদের  ভীড়ে পৃথিবীর  মানুয়
কতরূপ মুখ, চোখ শরীরী ব্যঞ্জনা
আবছা  বাতাসে ভেসে যায় সমুদ্র  ঢেউয়ে


শব্দহীন পরিবেশ
নির্জন  নক্ষত্র  নামে
সাঁকো  নেই


পৃথিবীর  সব শব্দ  খেলা  করে
তারাদের  ঘরে


সামনে শূন্যতা
থাকে পড়ে মৃত্যুর  সেতু ।