মাথার উপর আকাশ আছে,
          পায়ের তলায় মাটি।
চারিদিকে চাঁদের আলো,
           হৃদয় আমার খাঁটি।


পোড়া রোদে গাছের ছায়া,
              শীতল হয় দেহ।
নদীর জলে নাইতে নেমে,
             ধুয়ে যায় মোহ।


লোভ লালসা পরিত্যাগে,
            যুক্ত তুমি আমি।
সম্পর্কের বাঁধন কেমন,
           জানে অন্তর্যামী।


একই সাথে জীবন নৌকো,
      পেরিয়ে নিয়ে যাবে
শেষ জীবনেও থাকবো সাথে,
       আস্ট্রে পৃষ্ঠে রবে।