বাস্তবতা যেন সম্পর্কের মিহি মায়াজাল
প্রতিটি সকাল - বিকাল,নিঝুম দুপুর, রাতের নি:সঙ্গতা
সেই সম্পর্কে ভাবের পয়ারে নেশাগ্রস্ত চোখ
সময়ের ব্যয় ব্যবধানে চাদরে জোড়ানো ভোর স্পর্ধায় রঙিন
শিশিরে কোমল ঘাসে কৌণিক দূরত্বে সূর্য বিচ্ছুরিত
সৌন্দর্যের পিপাসায় ডানা মেলে নিরীহ ফড়িং...

দীর্ঘায়িত নি:শ্বাসের  সোম কী, সে জানে?
আঁধারে সপ্তর্ষির প্রেম
তারাদের শুধু ছোটাছুটি  একদিক ওদিক
অকস্মাৎ ঝলসে যাওয়া...
মুঠিমুক্ত জোনাকিরা
বুকের উদরে আলো জ্বেলে  নিশিদগ্ধ হয়!

তবুও বাস্তবতা যেন সম্পর্কের মিহি মায়াজাল...