সম্পর্কের শক্তি শুধু শক্তি নয় অবলম্বনও
একধরনের সম্পর্ক
সে সম্পর্কে কেবলই আঘাত ও যন্ত্রণা
ভাবাবেগে ভাসিয়ে নিয়ে যাওয়া
সহজ সরল কথার বিচারে কার গুণ? কার দোষ?
সম্পর্কের আসন পায় না
এক বুক আশা নিয়ে স্নেহের স্রোতে এগলে
আঘাত আর প্রত্যাখ্যান ফিরে আসে বারবার
শুধু  আস্বাস আর বিশ্বাস জুড়ে
সম্পর্কের মায়া তৈরি করি
কিন্তু মায়ার মাত্রা এতটাই বেশি


সেখানে  ক্ষত বিক্ষত হয়ে যায় হৃদয়


একটা সত্যিকারের সম্পর্কে শক্তি  গড়তে গিয়ে
একটা গহীন অন্ধকার খাদ তৈরি হয়
সেখানে একটা শব্দ বারবার উচ্চারিত হয়—
চমৎকার...