কত কথা জেগে ওঠে তোমার গলায়


আজও তোমার অতীত ঘুরে বেড়ায় ঊষার, সন্ধ্যায়...


তোমার গ্রামের পাশে বহমান  কালিন্দী নদীতে ফাঁকা একটা নৌকা ভেসে যায়


ফাঁকা নৌকা।  তুমি চেয়ে চেয়ে দেখছো
চলে যাচ্ছে সবার দৃষ্টির অন্তরালে


সেই নৌকায় একাকী এখনোও ভেসে যায়
আমি প্রণাম করি ভেসে আসা সান্ধ্যবন্দনার মুহূর্তটুকু...