হঠাৎ করে বদলে গেল  মুখশ্রী
মুখের কথাগুলো ধীরেধীরে বিপরীতে
পূর্বের বা অতীতের বিশ্বাস  ভঙ্গুর পথে
যা আজ অবিশ্বাসের ছায়া
কারোর ইন্ধনে হৃদয়ে বাজে
সত্য মিথ্যার বিচার ভুলে
ঠোঁট বাক্যে  —
আঘাতে আঘাতে, ব্যথা - বেদনায় জর্জরিত হই
তুমি হাসিমুখে এগিয়ে যাচ্ছ
আর একজনের মন্ত্রণায়
আমি সারারাত ভিজে যাচ্ছি মিথ্যার জলে
ভোর হয়
নত হই
পরস্পরের ভালবাসার প্রমাণ দিই
তবুও সন্দেহের ঘোর
আমার ভালবাসায় আঘাত করে।