কে কবে শংসাপত্র  দিয়েছিলেন
যে এরা বুদ্ধিজীবীএবং ওরাও  বুদ্ধিজীবী
কেননা এরা শিক্ষিত ডিজিটালে মোহড়া   দেয়
ওরা টিভির পর্দায় বিজ্ঞাপনে খেলে
তাই এরা — ওরা বুদ্ধিজীবী
এতে আমাদের আপত্তি  নেই
শুধু  সময়ের কোণে  কোণে এরা উৎসব করে
ওরা রাজনীতির পাতায় ময়দানে  সার্কাসে
ঠোঁটের কানায় হাল্কা উল্লাস
গান আর কবিতায় ভেজাল  উৎসব
রঙিন  সাজে  চারদিক  বাহিনীঘেরা
বুদ্ধিজীবীর শংসাপত্রের লাইন
প্রাঙ্গণে - প্রাঙ্গণে  এরা — ওরা
ভীড়ঠাসা জয়ধ্বনির  প্রতিলিপির জয়গান
আমরা প্রকাশ্যে দেখি প্রতিশ্রুত কোলাজ


তখনও  এরা — ওরা বর্তমানের জীবন
এতেও  আমাদের আপত্তি নেই
কেননা শংসাপত্রের নীচে লাইন করে লেখা


ভবিষ্যৎ পরজীবি জীবন...