চিরাচরিত পথে দারিদ্রতা কাঁদে পরিবারে
নিজেকে  হাঁটুগেড়ে দেখি কতটা আশ্রয়
সবই আছে নেই  সংসার জীবন
কিন্তু অন্ধকারে ফিরে এলে
সে সংসার  পবিত্র হয়ে ওঠে
সংসার ভেঙে  অজস্র নিয়ম কানুন
পথে চলতে চলতে  বড্ড কষ্ট
সেই নিয়তির পরিবার সব মিলিয়ে
যেন একটা আকাট সংসার গড়ে ওঠে
যেখানে শান্তির বাণী
সবকিছু চুরমার হয়ে


সংসার শ্মশান হয়।