একজন মা সবজি ঝুড়ি নিয়ে হাঁটছে প্রখর রোদ্দুরে


একজন বাবা গামছা কাঁধে লাঙ্গল দিচ্ছে
সারামাঠ জুড়ে
সারাদিন কপালের ঘাম ঝরে সারামাঠ নদী হয়ে যায়


সেই মা  রোজ সকাল থেকে হাটে বসে  পুঁই শাক,উচ্ছে, লাউ নিয়ে  দামাদামি করে
আর ফেরার পথে সন্তানদের জন্য দুমুঠো মুড়ির সাথে কাঁচা লঙ্কা কিনে আনে


আর সেই বাবা বিকেল ভাঙলে মাথায় বস্তা নিয়ে
কুলির কাজ করে সন্ধ্যার রাস্তায় রাস্তায়


শুধু সন্তানের মুখে আনন্দের ভাষা  দেবে বলে
বাবা ও মা এখনও  একই কাজ করে যায়


আর সন্তানেরা আনন্দের হাসি হেসে চলে
বাবা ও মায়ের দেওয়া সেই প্রাপ্তির পর্যায়ে এসে।