একবার সন্তানের দিকে তাকাও
একবার  নিজের দিকে


এখনও তুমি জেগে
অন্ধকারে কাঁদছে তোমার বুকে


সহজ হৃদয়ে তুমি নিশ্বাস নিচ্ছ অনবরত
সন্তানের  সহজ ডাকে


মাথার উপর একটা ভয়ংকর ভয়ের আকাশ
মনের আলোয় নিয়ে যাও সন্তানকে


তোমার পবিত্র মনে রোজ স্নেহ করো যাকে
সকাল থেকে সন্ধ্যা বাবা বলে ডাকে


বাবা তুমি আগুনের মতো হবে
যদি তুমি সন্তানকে রাখো বুকে


তুমি যদি পিতার পরিচয় পাও
তবে তুমি নিজের দিকে তাকাও
আর একবার সন্তানের দিকে।