শব্দ  আর আসে না  কবিদের
ভাষা থাকে গোপন  ঘরে
আজ শুধু  নিরবতা  
খ্যাত কবিদের  জনে জনে
সবার  প্রাণে রবীন্দ্রনাথ
এটা  সব বয়সই জানে


শান্তনিকেতন মানেই রবীন্দ্রনাথ
রবীন্দ্রনাথেরই বিশ্বভারতী
সেখানেও দল ও রঙ
শাসকের  শাসন


পৌষ মেলার প্রাচীর  ঘিরে
আজ গনতন্ত্র  ধ্বংস
শিক্ষা  আজ নিপাত যাক
তাই মিছিল  ডাকে


মুখোশের  আড়ালে  মুখ
বুদ্ধিজীবীদের কতই সুখ
এরাই শাসকের  বুলবুল


প্রশাসন  আজ শাসকের  গোলাম
তাদের হাতে শান্তিনিকেতন  
গুঁড়ো গুঁড়ো  
গনতন্ত্র  ধুলোয় মিশেছে
জনগণ  আজ দিশাহারা


বুদ্ধিজীবীর দল আজ
শাসকের  আঁচলে  ঘুমায়।