এই পৃথিবী  ক্রমশ ক্ষয়ে যাচ্ছে
ঘড়ির  ভেতর  থেকে সময়ের অনুরণনে
কত মনীষীর ছবিতে উজ্জ্বল  আলোর ভাটা


প্রান্তরে প্রান্তরে নীরব উৎসাহ
ধূসর  বিষন্ন  নদীর  শরীরে ফুটে  ওঠে  আয়ুর রেখা
প্রতিটি  প্রত্যাশা আমাদের সুখের  জলে  বেঁচে  থাকে
পরমানন্দের অজুহাতে  রাঙিয়ে  ঘোর বিকেলে
আশ্চর্য  ঈর্ষায়  হৃদয়ের কপাট আটকায়।



কত সহজে শান্তির বাণী
ভয়ের আশংকায় আমাদের লড়াই


এই মুহূর্তেই বিপ্লবের  মৃত্যু  চাই
ক্ষয়িত  পৃথিবীর  কিছুটা শান্তির  আহ্বানে...