আমার জীবন শুরু ও শেষ  কোথায়
তা খুঁজে বেড়াই -
পূর্ব পশ্চিম ও উত্তর - দক্ষিণ
সর্বত্র দু:খ ও কষ্টের আলমারি
যেখানে আমার শৈশব, কৈশোর ও যৌবনের
সময়গুলো বন্দি হয়ে আছে
তবুও  খুঁজে বেড়াই পবিত্র ভালোবাসার শান্তি
অথচ  কারা যেন আমার এই শান্তিটুকু
কেড়ে নিচ্ছে স্বার্থের হেফাজতে
আমি একটু একটু করে
সেই পথ ছেড়ে  
তোমার ঠিকানায় পৌঁছে যাই
শান্তির খোঁজে...