দেখো প্রিয়জন ছেড়ে  এক একা পথেঘাটে
নৈঃশব্দ্যে  কাঁদে অন্তরাত্মা
দু'একটু অভিমান আর পাথরের  সংসার
সময়ের পাহারা, জেগে ওঠে  অনবদ্য  আওয়াজে
চারদিক  শুনশান  নিশানা  রাত্রির


শিউরে  ওঠে  দিবসের প্রথমভাগে
চারদিকে  সাহারা হৃদয়ে  ছেঁড়া অনুভূতি
তবুও  পূর্ব পুরুষের শ্লোগান
বুকে  চেপে  সমস্ত ব্যথা
অনাহারে করে আহ্বান


শ্রমিকদের শরীরে  আঁকা
শপথের হাত।