কথা দিয়েছিলে আলোনদী পার হয়ে আমাদের শ্রদ্ধা ও স্নেহ ঢেকে দেব মেঘে।যারা তোমায় আকাশের গায়ে ছোঁড়াছুড়ি করছে, তাদের নিয়ে বিনিময় বিনিময় খেলবে।অজস্র স্বার্থমুদ্রা দিয়ে গড়ে তুলবে পাললিক অঙ্গ।
কথা ছিল তোমার আনন্দ,দু:খ, সুখের ঘরে ভাগ করে নেব সমস্ত ঋতু জুড়ে— এখন এসব আর তোমার মনে পড়ে না। সময়ের ঘোরে ভেসে যাও
সত্যকে হত্যা করে, মিথ্যাকে আঁকড়ে।অথচ আমার বিশ্বাসের ঘরে তুমি থাকবে গভীরে। পিতৃধর্ম বুকে নিয়ে শপথ রেখেছি অক্ষরে
সেই শপথ শূন্য হলে ভালবাসা মৃত মাছ হয়।