ভোরবেলায়  ভেসে আসা আগমনীর গানে
ঘুম ভেঙে গেলে  
কুয়াশা ঘিরে ধরে আমার উঠান
হাল্কা বাতাসে উড়ে চলে নিজস্ব উল্লাসে
সূর্যের রঙ আড়াল ছেড়ে বেরিয়ে এলে
আমার ছেলেটা  সাদা দাঁতে হেসে ওঠে
নতুন  জামা পরে আমার সামনে এসে দাঁড়ালে
আমি তাকে শিখিয়ে দিই  
সপ্তমীর ঘরে দাঁড়িয়ে  সপ্তমীর কোলাজ
আর তখনই  সূর্যের আলে  ছড়িয়ে পড়ে
আমার খোলা উঠানে।