সারাদিন আমি এক নির্জন ঘরে
            অনাদি শরীর নিয়ে বসে থাকি ।
যে ঘর ছায়াশীতল নয়
কেউ কখন মুখ ঘুরিয়েও দেখেনা
চঞ্চলজীবনের যথার্থ বাবা নেই বলে।
এমনি একটি ঘরে বাবার পথ চেয়ে বসে থাকি একা একা ।


  কখন এসে বাবা জিজ্ঞেস করবে, ' খেয়েছিস কিছু? '
আর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলবে,'চল বেটা খেয়ে নিবি ।'
অপেক্ষা করতে করতে বাবার রৌদ্রচিত্র নিয়ে  বসে থাকি
তবুও বাবা আর আসে না
আমি নির্জন ঘরে একা একা সারাদিন  বসে থাকি অনাহারে
সবাই দেখছে  আমি কাঁদছি, কষ্টে ছটফট করছি
তবুও
বাবা আর এলো না


সারাদিন কেটে যায়
শুধু শ্মশান চিতায় জ্বলছি সন্ধ্যায়।