তুমি যখন চলেছিলে
তোমার স্বর্ণ রথে
আমার হৃদয় চুপটি করে
দাঁড়িয়ে ছিল পথে ।
মানস চক্ষে দেখতে পেলাম
তোমার অভিযান
দেখতে পেলাম হাজার হাজার
তোমারই সন্তান
আকুল হয়ে দাঁড়িয়ে আজকে
এই পথেরই ধারে
ভক্তিভরে সবাই মিলে
তোমায় স্মরণ করে ।
তোমারই রূপ শতধা হয়ে
সবার মনের মাঝে
ভক্তি রসে সিক্ত হয়ে
প্রকাশে নতুন সাজে !
তুমিই আদি তুমিই অন্ত
তুমি অখণ্ড তুমি বিভক্ত
বহুধা হয়েছ আজ
স্বর্ণ রথে তাইতো দেখি
তোমার মোহন সাজ !



____________________