আদব- কায়দা ঠিক জানি না
আহা কী অপূর্ব  এক বটগাছ
চুপচাপ নিঃশব্দে ঘ্রাণ পাই আমার স্বজন
সরলতায়  বিশ্বাস দাঁড়িয়ে
কে যেন স্পর্শ করে যায়
ধূমায়িত কুয়াশার ভিতরে আদর্শ বাজে
ভাবনায় আত্মবোধ


কারও কোন দোষ নেই
একের পর  এক সম্পর্ক ছেড়ে
বিশ্বাস তোমার ছায়ায় সরলতার ভাঁজে


তোমার অবিশ্বাস বাজে ঠোঁটে  
সারা দিনরাত  খুঁজি অমৃতযোগ
গোপনে শরীরে সম্পর্কে তরঙ্গের বিপুল আঁচড়
জন্মের এক নতুন সহস্রধারা
ঘাসে ঘাসে হাঁটি
মাঝেমাঝে কেঁঁপে ওঠে


সম্পর্কের সহজ সরলতা।