১.
নিশানা


হৈচৈ মেতে আছে রাজপথে
পঙ্গুপালের দল
সারারাত পাহারায় রাজনীতি
অঙ্গভঙ্গি খোলা মেলা চেহারায়
ডান-বাম, উপর-নীচ আঙুল প্রহরা
কতকথা  শরীরী ঠেলায়
কত বার্তা দেবদূতাবাসে


মাঝে মাঝে ভেসে আসে কান্না
আকাশ পথে শকুনির দল
নিশানা খোঁজে পাড়ায় পাড়ায়


২.
আখ্যা


খ্যাতির চূড়ান্তে  ঋতুহরকরা
পাল্টে পাল্টে চলে নবীন - প্রবীন  যাত্রা
সময় অচেনা লাগে
আগাগোড়াই আখ্যার অভ্যাস
সত্যতা ভুলে মিথ্যার সমুদ্রে অবগাহন
তবুও বুদ্ধি সম্প্রদায় চোখে চোখে  
মুহূর্মুহূ   হাততালি।


৩.
অধিকার


অধিকার নাকি পূর্ণাঙ্গ শাসনে
অন্যায়গুলো পদমর্যাদায় সাজানো
দু'একটা ঝোলাব্যাগে সাজানো বাগান
এলোমেলো কথা চাষ
সে তো অধিকার করে
শত কৃষ্ণ নামে।


৪.

বন্ধন


কত সহজে নিজেকে বেঁধে বেঁধে
দূর আকাশ নীলিমায়
একটা গোটা চাঁদ যাপনে
এ বিরল দৃশ্য শাসকের দাসত্ব
কি চমৎকার ছবি  
শাসনের সৌন্দর্য মালায়


কত ভাবে বাঁধা থাকে শিক্ষার মান।


৫.


ব্যবধান


গাছে গাছে পাখিদের ব্যবধান
সহসা বাতাসের গন্ধ
পাখিদের কোলাহলে
জেগে ওঠে শিশু পাখি শৈশব
রাত্রি ভয় কাছাকাছি চলে
ঘোরতর  বিষাদ ব্যবধান


৬.


করুণার চিহ্ন


তোমার চোখে মুখে
সহস্র তারার আলো
মনে মনে নয়
প্রকাশ্যে বাক শিল্প সংস্কৃতি
পুলিশ, আমলা নৌকার মাঝি
নিজের বিবেক বন্ধক রেখে
সততার জলে স্নান করে


গায়ে মাখে করুণার চিহ্ন।


৭.
অপরাধ নয়


কয়েকটি কবিতায় আমি
চাইনা  কবির পোশাক পরতে
আসলে সব পোশাকের আড়ালে
নিজের ক্ষতচিহ্ন
তবুও আয়োজন মেলার
কতজন আমার -তোমার
খরচের দামামা পাহাড় পর্বত
সে হিসেব  তোমার অন্দরমহলে


লুটপাট  হচ্ছে উজ্জ্বল চোখের সামনে
তবুও অপরাধ তোমার নয় আমার
ফাঁদ পেতে রেখেছো দাসত্বের গলিতে।