রক্ত ঝরা,মৃত দেহ,বাংলা ভাষায় ম্লানমুখ
শুয়ে আছে যন্ত্রণা, চোখে মায়ের জলের ধারা
আন্দোলনে ছেয়ে গেছে- কত-শত তরুণ বুক
শুধু  বাংলা ভাষার জন্য,রক্তে রাঙ্গানো সারা।