আজ আমি যাকে হত্যা করলাম
তার সরল দুটি ঠোঁট চিরতরে বন্ধ করতে
কারণ সে আমার ছেলে ছিল


আজ আমি যাকে ছিন্ন ভিন্ন করে নদীতে ছুঁড়ে ফেললাম
তার নিষ্পলক ডানা চিরতরে কেটে দিতে
কারণ সে আমার ছেলে ছিল


আজ আমি যাকে ডাল পালা ছেঁটে ন্যাড়া করে দিয়েছি
সে যেন কখনো আর কবিতা লিখতে সাহস না পায়
কারণ সে আমার ছেলে ছিল


আজ আমি যাকে খাবার থালায় সজরে দুই পায়ে জোরসে লাথি মারলাম
সে যেন কখনো আর আমার কক্ষচ্যুত হওয়ার সাহস না পায়
কারণ সে আমার ছেলে ছিল


আজ প্রকাশ্য হাটের মাঝে
বন্ধুর সামনে  বুক এ ফোঁড় ও ফোঁড় করে দিলাম
কারণ সে আমার ছেলে ছিল


ছিটে ফোঁটা রক্ত যে দিন নিজের চৌকাটে এসে পড়বে
সেইদিন আমরা উদভ্রান্ত প্রতিবিম্ব টের পাবো


প্রতিধ্বনি বেডরুমে আসতে খুব বেশি দেরি নেই


এখনও সময় আছে
অসহায় ছেলেটাকে জড়িয়ে ধরে বলো
এসো হাতে হাতে অর্ধবৃত্ত চন্দ্রকে গোল করি।