দু:খ, যন্ত্রণা  পেতে পেতে আজ যেখানে এসে পৌঁছেছি
তার চারপাশে আজ  তা নেই
শুধু  চোখে- মুখে কেবলই ভরসা
শুধু ভাবছি, লোকটিকে নিয়ে একটা ছাদ তৈরি করবো
যে ছাদের নীচে স্নিগ্ধতা একান্তে নেব


কিন্তু ভয় হয়...
যাকে ঘিরে আমার ভূত ভবিষ্যৎ
তাকে নিয়ে কেউ ভাষার ভব্যতা মিটাক
আমি তা চাই না


দু:খ ও যন্ত্রণা পেতে পেতে রাতের পর রাত গড়িয়ে গেলেও
আমার বাঁচার শেষ অবলম্বন ঐ লোকটি
যিনি   স্নেহময়বৃক্ষ হয়ে
নিজস্ব স্নেহ ছড়াবে আমার শরীরে।