সিঁড়ির শেষে দাঁড়িয়ে আছে মাটির পরে
তোমার হাতের টান চেয়ে আছি নত মুখে
তুমি সিঁড়ির উপরিভাগে গল্প গলায় ক্রুর চোখে
যেন সবটাই করুণার, দিচ্ছ তুমি নাকি শ্বাস?
সমস্ত যন্ত্রণা বইছি শরীরে  দিন - রাত ঢেকে
আমি সামান্য অধিকার নিয়ে সিঁড়ির ঘরে
তুমি আমার হাতে হাত রাখো এই বিশ্বাস
মুহুর্তে  ভেঙে গেছে এই বোধ সিঁড়ি ধরে
বাইরে ভিড় আর্ত দুই ঠোঁট খিদে ঘিরে
আমিও সিঁড়ির শেষে আর কয়েকজন উপরে
সমস্ত পথ বন্ধ তোমার একটু পরে
তুমিও থাকবে ঠিক এই সিঁড়ির  ঘরে।