শীত এসেছিল
কিছু দিন ছিল
এবার বিদায় নেবে,
বেশ কিছুদিন
ছিল তেজহীন
ধীরে ধীরে চলে যাবে।
একটি বছর
অপেক্ষার পর
আবার মিলবে দেখা,
সেদিন কি শীত
গাইবে সে গীত
ঠাণ্ডা আমেজ মাখা ?
মাঝে বহু দিন
ঠাণ্ডা বিহীন
গ্রীষ্মের রাঙা চোখ !
অসহ্য গরম
হোক কিছু কম,
কম ভোগান্তি হোক।
গ্রীষ্মের শেষে
বর্ষা যে আসে
জল জমা পথঘাট,
মাঝে মাঝে ঝড়
বাজ কড়্ কড়্
ধ্বংস রাজ্যপাট !
থামলে বৃষ্টি
আবার সৃষ্টি !
পূজোর বার্তা নিয়ে
দিন গুলো সব
হৈ চৈ রব
উৎসবে মন দিয়ে।
তারপরে ধীরে
এলে পরে ফিরে
শীতের আবেশ ফের
শীতের আবেশ
পাই যেন বেশ
সেটাই প্রাপ্তি ঢের ।