আমাদের সব সম্পর্কগুলো
স্বার্থের সুতো দিয়ে জড়ানো,
হ্যাঁচকা টানে অনায়াসে ছিঁড়ে যায় ।


স্বর্ণলতার ঝোপ গাছের গুঁড়িটাকে
আষ্টেস্পৃষ্টে জড়িয়ে থাকে সারাদিন ,
মেরুদণ্ড নেই বলেই
কাণ্ডের এত প্রয়োজন।


মায়াময় পৃথিবী --
মোহ মায়ার বন্ধন জালে আবদ্ধ ,
ছেঁড়ার ক্ষমতা নেই।


নির্জনতায় খুঁজে ফিরি সুখের চাবি -
স্বপ্নের অলীক ঠিকানা।


গভীর ঘুমে স্বপ্নের বারান্দায়
সুখ ছড়িয়ে আছে।


আমি প্রতি রাতে স্নেহের  নীল বারান্দায়  
সুখ খুঁজতে যাই।
শুধু স্নেহের বন্ধনে।