আমি যা দেখছি, তুমি কি তা দেখতে পাচ্ছ?
গরীবকে মারছে ভাণ্ডারে,লোক দেখানো ছলে
হাত তুলে সবাই প্রণাম করে উঁচুতে  দু'হাত তুলে
সবাই বলছে সাবাস সাবাস দারুণ কাজ করছে

এই দেশ,এই রাষ্ট্র  শুধু কথার জালে পড়ে
মরছে প্যাঁচে ঘূর্ণিপাকে রাজনীতির হালে
শাসন - শোষণ দাঙ্গা মৃত্যু রোজ দিচ্ছে পালে
তবুও সরব বুদ্ধিজীবী ঐ শাসকের খপ্পরে।


চেয়ে দেখ, জেগে ওঠ- প্রতিবাদী কন্ঠে
প্রতিটি মানুষ যেন না হয় নীলকন্ঠ।