তুমি তো সমুদ্রের অন্তহীন  আলো
তোমার নামেতে আজ বৃষ্টি  ঝরে
ঘরে ঘরে স্লেট -খড়ি  কত নাম করে
বর্ণের প্রথম  প্রহর পার হয় হাত ধরে।


প্রথম সাঁতার কাটা উদ্দেশ্য মায়ের ডাকে
রাজপথে  উষ্ণবাষ্প ওড়ে কত রাত জেগে
আমাদের  জীবনে  মিশে  আছে অক্ষর আবেগে
ঝড় জলে ছায়া রেখাচিত্র দু'শত বছর  ধরে।
  
দিন- রাত  আশা , শান্তি, জল তোমার পরে
তোমার জন্য গদ্যসাহিত্য বেঁচে বর্ণ অক্ষরে।  



##২৯শে জুলাই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রয়াণ দিবসে শ্রদ্ধার্ঘ্য।