সেই প্রথম মুহূর্তে
তোমার শরীরের রক্ত
জোয়ারের মতো ঢুকে গিয়েছিল
আমার শরীরের গভীরে
তুমি নিজস্ব চেতনায় সৃষ্টি করলে
সন্তানের প্রতিরূপ
দুটি স্বত্ত্বা: স্নেহের পরখ
আর পিতৃত্বের বন্ধন
মাটি, জল, আগুন, বাতাস আর আকাশ
স্বাক্ষী রেখে তুমি সৃষ্টি করলে
তোমার মধ্যে আমার প্রাণ
এই প্রথমবার...