কিছু স্মৃতি বেদনার, যা ভোলার নয়
জীবন খাতার পাতায়, শুধুই বিষাদ
অতীত স্মৃতি আঁকড়ে, মনের বিবাদ
যন্ত্রণা আর কষ্টটুকু পাই  মনের পাতায়।


ধীরে ধীরে  শেষ করছি জীবনের ক্ষয়
প্রতিশ্রুতি পুড়ে যায় শুধু মনে অবসাদ
স্মৃতি কথার আড়ালে ছিল গভীর খাদ
প্রয়োজন শেষ আজ, স্মৃতিটুকু হারায়।


কথা দেওয়া, কথা রাখা চিন্তার বিষয়
কথায় কথায় শুধু  ভুল বুঝে যায়
আপন করে শুধু দূরে ঠেলে দেয়
জীবন এক পাটিগণিত স্মৃতি থেকে যায়।


স্মৃতির আড়ালে যে এত গোপন অভিনয়
সহজ সরল মনে খুঁজি তবুও তোমার আশ্রয়।