কথা হচ্ছিল সমুদ্র সৈকতে বসে
বললে তুমি, তোমার  ভেসে থাকা মেঘ জীবন
আমাকে ডেকে কাছে বসালে
যেখানে  বহুদিন কেউ বসেনি
তুমি  আমাকে নিয়ে আকাশ মেপেছিলে
তোমার স্মৃতির আকাশে বাতাস বইছে তখন
সামনে সমুদ্রের ঢেউ জলতরঙ্গে খেলছিল
তোমার হৃদয় মন্দিরে  প্রিয়জন গরহাজির
তোমার চোখে বৃষ্টির মতো জলের ধারা
ফোটা ফোটা হয়ে আমার চোখে নামছিল
একঝলকে কতটুকু বা দেখেছি তোমাকে
আকাশের মতো কতবড় হৃদয় তোমার
স্মৃতির অন্তরমহলে পৌঁছে গেছি তখন
সেখানে তুমি কত আদর করে আহ্বান করলে
তোমার স্বপ্নের সাথে সাথে
আমিও স্বপ্নের ডানা মেলে
সারাজীবন তোমার স্মৃতি সন্ধান করে চলেছি
তার থামা নেই,জরা নেই
শুধু আবহমান কাল ধরে
তোমার স্মৃতিময় মুহূর্তগুলো
আমার কাছে রেখে গেলে সারাজীবন।