স্মৃতি  ডাকে নদী , বালি চড়ায়
পরিচয়ে আবার ফিরে যেতে
শব্দময় স্মৃতিতে  আসে ভাঙা তারা
দুঃখ থাকবে  না আর স্মৃতিতে।


সব অলংকার  ভালোবাসার আদরে
উঠানে মায়ের  স্মৃতি  ঘোরে
ওষ্ঠ বর্ণের আদপে  ডাকা
সারা বাড়িময়  থাকে বর্গ জুড়ে ।


জটিলতা  কেটে যায় সময়ে
পাখনা মেলে উড়ে যায়  পাখি
স্মৃতি  ফেলে  শব্দ  গড়ি শুধু
কবিতায়  সহজে স্মৃতিকে ডাকি।