প্রায়শই আমি বুদ্ধিজীবীর সংজ্ঞা খুঁজি
বুঝে উঠতে পারি না  এঁদের উদাহরণ
কারা যেন ছবি আঁকে, কারা যেন কবি, লেখক, সাংবাদিক, প্রকাশক,চলচ্চিত্রের বিশিষ্টরা
এঁরা  সহজ কথা বেঁকে বলে কঠিন থেকে কঠিনতর
এঁদের পেশা কথা বেচা আর উটের মত হেঁটে চলা
ক্ষমতার ছাতায় কত আঁতাত
কত সভায় আলো করে ওঠা নামা
যখন খুশি এঁরা অভিনবত্ব আনেন কু-মন্ত্রণায়
এই সাহসে কেউ কেউ  পেয়ে যায় বুদ্ধিজীবীর আখ্যা
কত আসন ঝলমল করে কতজন পায়
নিলামে ভাতা ও পুরষ্কার
কত হাততালি স্তাবকতায়


এঁরা বই লেখেন,, ছবি আঁকেন, গান  ও সিনেমা করেন
আবার কেউকেউ রাজনীতিতে নামেন
এঁরা সব্বাই বুদ্ধিজীবী প্রচারিত এখন।