বন্ধুর   স্বার্থের কথা মাথায় রেখে তুমি সর্বত্রই যেতে পারো
তখন তোমার কোনো বাধা নেই
অফিস ছেড়ে বন্ধুর প্রয়োজনে
এ গ্রাম,সে গ্রাম,এ পাড়া, ও পাড়া এবং
অফিস থেকে শহর, শহর থেকে ভিন্ন ভিন্ন পথ পেরিয়ে
হাতে হাত রেখে হেঁটে চলেছো
খুশিতে ডগমগ শুধু বন্ধুর খেয়ালে


যাও, সর্বত্র যাও
শুধু তোমার সন্তানের আলো জ্বালিয়ে রেখো
হৃদয়ের এক কোণে...