দিনের প্রথম ভাগে জমে ছিল প্রবল আনন্দ
অথচ আলো ফুটতেই উপচে পড়া ভীড়ে
একটা ঝোড়ো ঘ্রাণ
আমি হাত লাগাই মোমবাতির আশ্রিত
মায়ের হাতে লেগে থাকা কেক
দু-আঙুলে মায়ের মুখ ভরে যায়

আমি অবাক চোখে ভাঙা রোদের সিঁড়িতে
ভালবাসার আবছায়াতে  বসি

এই একটা দিন আমার জন্য যথেষ্ট
বছরভর দুঃখ ভুলে
আমার হাতে তো মাত্র
এলোমেলো দিনের শেষে
আপাতত একটা জন্মদিনের সুখ সময়।