শূন্যতার খাঁজে খাঁজে
এলোমেলো আমি
তুমি স্নেহের চোখে
বাস্তবের স্বপ্ন বুনলে
দু:খের দিনগুলোকে সরিয়ে
তোমার হাতে হাত রাখলাম
তোমার অতীত আমার অতীত
মেঘে মেঘে জমাট আকাশ
দিক বদলায়, সময় বদলায়
অন্যের অনুভূতিকে তুমি কাজে লাগাও
যখন যা ইচ্ছে হয়
তখনই আমাকে কাঁদাও
তোমার ভয় - নির্ভয় দায় দায়িত্ব
সুখ দু:খ, সুখ- অসুখ , শোক-তাপ
আমি নিয়েছি সম্মানের সাথে
অথচ তুমি আঘাতে আঘাতে, যন্ত্রণায় যন্ত্রণায়
আমার মন ক্ষত করে দিলে
কাঁদিও না নুড়ি পাথর বুকের ভেতর
আর সত্যিই হাসি আসে না
সমস্ত হাসি আকাশে মিলে গেলে
আমার সুখেও হাসির আকাল দেখি...