শিশুরা পথ জানে ফুটপাতে শুয়ে দিগন্ত ভাবনা
পথের দু'ধারে ছড়ানো সকাল সবুজ মেঘছায়া
সূর্য ভাবে সারাদিনের পথচলা
মেঘের দাপট  জানে আকাশের সাথে মানুষও


সমস্ত ফুটপাতে রোদের  সাথে আবেগ ঝরে
কয়েকটি কথা স্মৃতির আড়ালে রোদ জীবন
পাখিদের  ফেরা নিয়ে কলরব ওঠে
চারদিক আতঙ্ক বাজে ঢাক শ্লোক।


প্রতিদিন  নিয়মের দাস সেজে
বীজ বুনি, অক্ষর সাজাই
তা দু'চোখে খেলছে সুমধুর পবিত্রতা


অনাবিল  আশ্চর্যের।