সব মৃত্যুর মধ্যে একটা শূন্যতা রাখা থাকে
কিন্তু সব শূন্যতার মধ্যে মৃত্যু রাখা থাকে না...


অনন্ত শীতঋতু জুড়ে পাতায় পাতায়
যে নিরাসক্ত স্তব্ধতা মিশে থাকে
সেখানে কখনও মৃত্যু এসে থাবা বসায় না,
অথচ প্রতিদিনের শহুরে কোলাহলে
অনবরত ছুঁয়ে থাকে মৃত্যুর আঙুলের শব্দ
যাকে রোজ সন্তর্পণে পাশ কাটাতে হয় ;
সেখানেও শূন্যতা সারাক্ষণ জড়িয়ে থাকে।


আকাশের নিরন্তর নীল শূন্যতার জলে
ডানা ডুবিয়ে শুয়ে থাকে যে ইথার তরঙ্গ
ওরা আবহমানকাল ধরে মৃত।
শুধুমাত্র কম্পাঙ্কের কাঁটা পাল্টাতে জানলেই
শূন্যতা পেরিয়ে ওরা আবার কথা বলে উঠবে
নিরলস জীবনের কথা... ...