শূন্যতাই জানে,  শূন্যের ভিতর কত ঢেউ?
কিছু মলিনতার কথা
ও  শূন্যে  ভাসমান


কোথাও মেঘ,কোথাও ভূ কম্পন,কোথাও বিষুবরেখা
মধুক্ষরণের কথা কিছু
খোলা আকাশে একে একে
জড়ো হয়েছে ছায়ামূর্তিরা ।
কিছু সংঘর্ষ হীন জন্ম কিছু ভয়ানক অন্ধতার  হাত
উন্মাদ মৃত্তিকাকে শোনাবার মতো কিছু কথা
অনাথ বৃষ্টি পতনের মাঝে
  বারবার কেঁপে উঠছে
যেমন নীরব এই শরীরের চেয়ে
আর বড়ো কোনো ভাষা নেই
কেননা শরীর তার দেহহীন উত্থানে
জেগে যতদূর ঘুচে নিতে জানে   ...।


অবিরাম ছুটে চলেছি,সাক্ষী শুধু পথের ভাঙ্গন
শোনে শূন্যস্থান,শোনে ছায়া,শূন্যের ভিতর ঢেউ...।