আজ যা ঘটেগেল লকডাউনে যত
সুখ দুঃখের ঠেলাতেই আমাদের মতো


সবাই দেখছে, ভাষণে মেতে টিভির পর্দায়
আশানৈরাশ্যের দ্বন্দ্ব বিপাকে দূর সীমানায়


খেলছে ভালো ষটচক্র অন্যায় ভাবে
কতদিন কাটাবে শ্রমিক পেটের অভাবে


কাজ নেই কর্ম নেই, নেই বাড়ি ঘর
নেই জীবন, নেই মূল্য নেই সংসার


অনাদর, অবিশ্বাস, অন্যায় অবিচার
লাল রক্তের স্রোতেভাসে  দেহের ভার


অভাব কঠোর ক্রুর অন্ধকার রাত
মৃত্যুর ঘণ্টা বাজায়  ঘুমহীন  স্বাদ  


ঘোষণা আর ঘোষণা পাতার পর পাতা
দুঃখদৈন্য, দুর্দিনে  শুধু শূন্যতার কথা।